শব্দব্রাউজ ৮২৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-827, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮২৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ৯। ৫। ২৩। সময় সকাল ৯টা ।
শব্দসূত্র: শব্দবাঁধন আপনি জড়ায়
শব্দবাঁধন
জড়িয়ে রাখে
মিষ্টি যন্ত্রণায় ।
আপনি আসে
জড়িয়ে রই
মুক্তি কে চায় ?
জড়ায় জড়ায়
আশ্চর্য
বিপুলা পৃথিবীর
সব রহস্য ।
ছুঁয়ে থাকি
শব্দ জব্দ হতে দেয় না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন