শব্দব্রাউজ ৮২৩।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-823, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮২৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৫।৫। ২৩।
শব্দসূত্র: যখন তখন
যখন ঢিমে দিন
হঠাৎ পক্ষীরাজ হয়ে যায়
তখন বুঝে নিতে হয়
মন ভালোর উপকরণ হাজির ।
যখন পাতা নড়ে না
হাওয়া বয় না
তখন বুঝে নিতে হয়
ঝড় আসছে হে
তান্ডব চালে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন