শব্দব্রাউজ ৮২০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-820, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮২০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২। ৫। ২৩। সকাল সাতটা ।
শব্দসূত্র: কোন টানে
কোন টানে
সকালের গানে
সুখ।
কে টানে
সব যন্ত্রণা
ছিনিয়ে নিতে!
কে টানে
পথিক হতে
এই সকালে !
খুব সুন্দর
উত্তরমুছুন