শব্দব্রাউজ ৮১৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-818, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮১৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ৪। ২৩। সকাল ৯টা ২০মিনিট ।
শব্দসূত্র: তুমি না এলে
শব্দকে বলি
তুমি না এলে
কত নগন্য আমি!
মগ্নতাকে বলি
তুমি না এলে
সব অসম্পূর্ণ ।
ইচ্ছেকে বলি
তুমি না এলে
অন্ধকার আলোতে ফেরে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন