শব্দব্রাউজ ৮১৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-815, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮১৫।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭। ৪। ২০২৩
শব্দসূত্র: ছেঁড়া কাঁথায় স্বপ্ন
ছেঁড়া কাঁথায় শুয়ে
যে বৈভবের স্বপ্ন
দেখার আনন্দ
তা কাকে বোঝাই?
বৈভবে যাদের কাছে
আকাশের চাঁদ,
তারা তাকে দেখে আর দেখে
আর
দীর্ঘশ্বাস খরচ করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন