শব্দব্রাউজ ৮১১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-811, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮১১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ২৩। ৪। ২৩। সকাল দশটা পঁচিশ ।
( বিশ্ব বই দিবসে বইপ্রেমীকে শুভেচ্ছা)
শব্দসূত্র: বইমুখো জীবনযাপন
সারা সময় বইমুখো
খাতামুখো
আর শব্দশিকারী
জীবনযাপন
আমার সঙ্গে হেসে খেলে বেড়ায় ।
অষ্টপ্রহর তাদের
লালন পালন করে
বলি
থেকে যা আমার সঙ্গে
অনেক অনেক দিন ....
তারা বলে
তোমাকে চাই হাজার বছর
না হলে
আমরা বাঁচবো কোথা থেকে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন