শব্দব্রাউজ ৮১০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-810, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮১০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২২। ৪। ২৩। সকাল সাতটা পঁচিশ ।
শব্দসূত্র: বড় বেশি দ্রুত
বড় বেশি দ্রুত
এগিয়ে
অনেক আগেই শূন্যকে
আলিঙ্গন ।
বড় দ্রুত স্বপ্ন খরচ করে
সব স্বপ্নের হিসেব
মিটলে
মন শূন্যকে আলিঙ্গন করে ...
তখন শূন্য
আমায় সাজায়
বাজায় ত্রিতাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন