শব্দব্রাউজ ৮০৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-806, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮০৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার মেন রোড কলকাতা । ১৮। ৫। ২৩। সকাল ১০টা ২০মিনিট ।
শব্দসূত্র: গেরস্থালি বৃত্তে ফিরে আসা
দেশান্তরী দেশান্তরী খেলার পর
গেরস্থালি জীবন
মন ভালোর মন্ত্র জানে না ।
উগরে আসা স্মৃতি দিয়ে
বৃত্ত সাজাই আর
খেয়ালখুশি ময়ূরপঙ্খীর
পাল ওড়াই স্বপ্নে ।
স্মৃতির পাকদণ্ডি ছুঁয়ে
বাস্তবে ফিরে আসার যন্ত্রণা
কে না পায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন