শব্দব্রাউজ ৮০৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-805, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮০৫ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি, কোচবিহার শহর । ১৭। ৪। ২০২৩। সকাল সাড়ে আটটায় ।
শব্দসূত্র: বেশ কিছুদিন আনন্দে
আনন্দ স্বাদ এমনি যেন
ফিরে আসে
সবুজ সবুজ অবুঝ নেশার
খুশি ভাসে!
বেশ কিছুদিন বাস্তবতা
যায় যদি যাক
পাওনাগণ্ডা দর কষানোর
মিছে হাঁকডাক ।
আনন্দটাই আসল হে
শান্তিটাকে বুকে নে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন