শব্দব্রাউজ ৮০৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-804, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৮০৪ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি, কোচবিহার শহর । ১৬। ৪। ২৩। সকাল আটটা পনেরো মিনিট ।
শব্দসূত্র: তুমি না আমি
তুমি না আমি
কে এগোই
বিস্তৃর্ণ প্রকৃতি কোলে
নিজেকে জানতে!
ঊনপঞ্চাশ বায়ু
তখন মিতালি পাতায়
আর দুজনেই বুঝি
আমাদের ক্ষুদ্রতা ।
তুমি না আমি
কে অহংকার মুছে ফেলতে
শুধরোই নিজেকে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন