শব্দব্রাউজ ৭৯৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-797, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৯৭ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি কোচবিহার শহর । ৯।৪। ২৩। সকাল- ৭টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: ভালো লাগে না
যখন ভালো লাগে না
ঠিক তখন
অবাক শব্দ সব জড়ো হয়ে
আমায় আদর কোরে
মন ভালো করে দেয় ।
শব্দ বাক্য কমা দাঁড়ি
সব মিলে আমায় চুমো
দিতে দিতে শক্তি চাটুজ্জের
কবিতা আওড়ায়
' সন্তানের মুখ ধরে একটু চুমু খাব '।
ভালো না লাগার খেলা
খেলতে খেলতে
আমি ওদের গান শুনি
কবিতা শুনি
আর হাতে কলম তুলে নিই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন