শব্দব্রাউজ ৭৯৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-796, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৯৬ ।। নীলাঞ্জন কুমার
ছাটগুড়িয়াহাটি, কোচবিহার শহর । ৮।৪। ২৩। সকাল ১০টা ৫৫মিনিট ।
শব্দসূত্র: অসম্ভবকে সম্ভব হতে দেখলে
অসম্ভব যখন
সম্ভব হয়ে যায়
তখন তাকে নিয়ে
চর্চার সমুদ্র ।
অসম্ভবকে সম্ভব
হতে দেখলে
মুহূর্তগুলো আনন্দেজোড়ে ।
স্বাদ গন্ধ স্পর্শ
নিজেদের উজাড় করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন