শব্দব্রাউজ ৭৯৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-794, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৯৪ ।। নীলাঞ্জন কুমার
উত্তরবঙ্গ এক্সপ্রেস, কোচবিহার যাবার পথে ধূপগুড়ির
কাছে । ৬। ৪। ২৩। সকাল আটটা পাঁচ মিনিট ।
শব্দসূত্র: ট্রেনের ভেতর অচিনপুর
ট্রেনের একদিকে বাউলের
অচিনপাখি গান
অন্য দিকে সেলফোনে
তু চিজ বড়ি হ্যায় ....
সুতরাং হিম কোচের বিলাসে
ট্রেন যেন অচিনপুর,
কেউ স্তব্ধতা নিয়ে থাকতে নারাজ ।
ট্রেন ভেতর শব্দের জটাজাল
থেকে
শুধু শব্দ শিকার করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন