শব্দব্রাউজ ৭৮৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-789, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৮৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১। ৪। ২০২৩। সকাল ১০টা ২৫মিনিট ।
শব্দসূত্র: বোকা বানানোর খেলা
বোকার হদ্দ আমি
বোকা হওয়ার খেলায়
সারাক্ষণ হাস্যকর সেজে ঘুরি ।
মাথায় গাধার টুপি পরে
নাচি গাই
আর সকলের থেকে আলাদা করি ।
বোকার হদ্দ আমি
কাউকে বোকা বানাতে মাতি না,
কারোর দুঃখ দেখতেই পারি না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন