শব্দব্রাউজ ৭৮৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-788, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৮৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩১। ৩। ২৩। সকাল- ৭টা ৫৫মিনিট ।
শব্দসূত্র: কেমন আছেন?
যারা আছেন আমার সঙ্গে,
তাদের কোনদিন বলা হল না
কেমন আছেন?
দিশেহারা দিন সব ভুলিয়ে রাখে
হিসেবে নিকেশ সারতে সারতে
ঘণ্টা মিনিট সেকেন্ড কাবার ।
কেমন আছেন?
আমার হয়ে জিজ্ঞেস করে নেয়
নীরব বন্ধু
আকাশ বাতাস নিপুণ প্রকৃতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন