কিছু বই কিছু কথা- ৩১১ । নীলাঞ্জন কুমার
কথার পিঠে কথা । গুরুপ্রসাদ যশ । দক্ষিণের বারান্দা প্রকাশণী , কালনা, বর্ধমান । মূল্য: একশো টাকা ।
কবি গুরুপ্রসাদ যশের কিছু কাব্যগ্রন্থ প্রকাশিত হলেও তাঁর প্রতিটি কবিতার বইতে অনেক অগোছালো কবিতা নির্বাচনের দিকটি তাঁকে তেমন উজ্জ্বল হতে দিচ্ছে না । একথা অস্বীকার করার উপায় নেই যে তাঁর কিছু কবিতাতে কাব্যিক মোচড়ের সন্ধান পেলেও তার মধ্যে নাবালক কবিতা পাওয়া গেলে রাগ হওয়া কোন দোষের নয় ।তিনি যে এখনও স্টেটমেন্ট কবিতার বাইরে যেতে নারাজ তা তাঁর কবিতা পড়ে মালুম হয় । কিন্তু তার মধ্যেও তিনি যখন লেখেন: ' শুধু তুমি নেই বলে/ ভাঙা সুর মেঝেতে গড়ায় ।' ( ' শূন্যতা '), ' বুঝলাম/ এতদিনে পাখিও জেনে গেছে পরকীয়া বৈধ । ' ( ' পরকীয়া ') -র মতো পংক্তি লেখার পর তিনি কি করে লেখেন : ' যখনই আতঙ্কের চিৎকার কানে এলো/ তোর ঘরে ঢূকলাম/ টেবিলে আঙটির নীচে তোর লেখা জবাবী চিঠি...' ( ' রহস্য ') , ' আমি কুঁকড়ে থাকি বলেই/ ভূতেরা বিস্ফারিত করে/ দাঁত ও নখ। ' ( ' একটা ভূতের গল্প') ।
কবির বোঝা উচিত কথার পিঠে কথা বসালে কবিতা হয় না । তার জন্য মগ্নতার প্রয়োজন । কবির সাধনার খামতি আছে । সুতরাং সংযত হোন । সমালোচনাকে শত্রুর কথা মনে না করে মন দিয়ে তাকে বিশ্লেষণ করুন ও পরবর্তী বইটি প্রকৃতার্থে সাজান । বইটির পারিপাট্য সুন্দর ও শ্যামলবরণ সাহার প্রচ্ছদ আলাদা মাত্রা নিয়ে হাজির হয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন