শব্দব্রাউজ ৭৮৪।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-784, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৮৪ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭।৩। ২৭। সকাল ৭টা ৫০ মিনিট ।
শব্দসূত্র: উঠোন জুড়ে আনন্দ
নাচি গাই হাসি মনে
উঠোন জুড়ে
উঠোন যেন আমার বন্ধু ।
ছোটবেলার মতো উঠোনে
ঘুরতে চাই
উঠোন আমার সঙ্গে যেন ঘোরে ।
উঠোন জুড়ে আনন্দ
আর নেই
বড় হলে অন্য আনন্দ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন