শব্দব্রাউজ ৭৮০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-780, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৮০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৩। ৩। ২৩। সকাল সাতটা ।
শব্দসূত্র: হৃদয় কিন্তু একটাই
মনে হাজারো রেখচিত্র আঁকা হলেও
হৃদয় কিন্তু একটাই ।
ভোরের ভেতর যেমন মলিনতা চাই না
প্রেমেও তাই ।
সারা দিনের টালমাটাল তো আছেই
তবু ভোরের মুহূর্ত
দিনে একটাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন