শব্দব্রাউজ ৭৭৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-777, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৭৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২০। ৩। ২৩। সকাল সাতটা দশ মিনিট ।
শব্দসূত্র: ডাকছে আকাশ বাতাস
ডাকছে আমাকে
আকাশ বাতাস
আমি কেন বসে বসে
নষ্ট করব সময়?
হাসি আমোদের আকাশ বাড়ি
নিমেষে নীল থেকে গোলাপি করি ।
ঘরের ভেতর ঝাড়পোঁছ করে
আরাম করি ।
ডাকছে আকাশ বাতাস
তারা আমার সঙ্গে
মাতবে প্রেমে
হা হা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন