শব্দব্রাউজ ৭৬৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-766, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৬৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৯। ৩। ২৩। সময় সকাল সাতটা চল্লিশ ।
শব্দসূত্র: শুধু শব্দপ্রেমে ক্রীতদাস
আমার আমি
আমায় শাসন করতে করতে
ক্লান্ত ।
সে বুঝে গেছে
এ মানুষের কোনদিন
বেয়াদবি রোগ ছাড়বে না ।
আমার আমি-র কাছে
যত আমির হই,
শুধু শব্দপ্রেমে ক্রীতদাস
আমার নিয়তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন