শব্দব্রাউজ ৭৬৩ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-763, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৬৩ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৬। ৩। ২৩। সময় সকাল সাতটা পনেরো ।
শব্দসূত্র: রাঙিয়ে দিয়ে যাও
রাঙিয়ে দাও,
নবরূপে
ভাসি ফাল্গুনে ।
রাঙাও পলাশের রঙে
রাঙাও ফাগে
যেন জাগে প্রেম ।
উষ্ণশ্বাস প্রেম
ডাকে রাঙানোর দিন
প্রতি ক্ষণে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন