শব্দব্রাউজ ৭৬১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-761, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৬১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৪। ৩। ২৩। সময় সকাল ৭টা ৪৫মিনিট ।
শব্দসূত্র: প্রিয় মন বৃন্দাবন
প্রিয় মন নিয়ে মাতামাতি
নেশা হয়ে গেছে ।
তখন থোড়াই কেয়ার মন বৃন্দাবন ,
গান গায়
তাইরে নাইরে না ।
প্রিয় মন ভোরের কাগজে
ডুবে গেলে আবার বাস্তব,
সব নৃত্য ভেঙে চুরমার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন