শব্দব্রাউজ ৭৫৯ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-759, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৫৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২। ৩। ২৩। সময় আটটা ।
শব্দসূত্র: পলাশ বনে বনে
পলাশ বনের লাল
বসন্তের সঙ্গে গলাগলি করে ।
ছুটে আসে প্রিয়তা
গাছ মাটিতে ফেলে পাতা
সে যেন প্রেমে নিঃস্ব ।
লাল বনের স্বাদ
মুহূর্ত বন্দি হয়ে
সারা সময় মনে ।
তাকে আমি রাখবো কোথায়?
আহা, সুন্দর - নৃপেন
উত্তরমুছুন