শব্দব্রাউজ ৭৪৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-74৮, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৪৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ২। ২০২৩। সময় সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র: আছি শব্দে আছি রেখায়
শব্দের বন্ধুত্বে সুখী বলে
সব বিদ্রুপ
গা থেকে পিছলে যায় ।
শব্দ আমায় চেনায়
সরলরেখার শেষ নিশানা,
শেখায় বিনে সুতোর মালা গাঁথা ।
আছি রেখায়, নিখুঁত আনন্দে
সব ছবি তাই কথা বলে ওঠে
আমার সঙ্গে, শুধু আমারই সঙ্গে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন