শব্দব্রাউজ ৭৩৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-738, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৩৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৯।২।২৩। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: হতে পারলে মেঘের সঙ্গী
মেঘের সঙ্গী হলে
অবাক আনন্দ,
কখনো বৃষ্টি
কখনো ঝলমলে
বৈচিত্র ।
অবিরাম মেঘের সঙ্গে
ঘুরতে ঘুরতে
কখন ট্যুরিস্ট
হয়ে উঠলাম!
সত্যি সত্যি বাস্তবে
মেঘসঙ্গী হতে পারলেও
এ তুচ্ছ জীবন কি
মুক্তি দিতো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন