শব্দব্রাউজ ৭৩৬ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-736, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৩৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ।৭। ২। ২০২৩। সকাল ৯ টা ।
শব্দসূত্র: নিয়ম ভাঙার খেলা
নিয়ম ভাঙতে ভাঙতে
আর এক নিয়মের সামনে
দাঁড়াই ।
বোহেমিয়ান ও নিয়ম মানে
অগোছালো খেলার ।
জীবন খেলতে খেলতে
কেমন
নিয়মের দাসত্ব মেনে নেয়!
মুগ্ধতা- সব চেয়ে বড় ডেপ্যাচটা- বলার অসাধারণ ভঙ্গি
উত্তরমুছুন