শব্দব্রাউজ ৭৩০ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-730, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭৩০ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১ ২। ২৩। সময় সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র: মেয়েবেলা ছেলেবেলা
মেয়েবেলা আর ছেলেবেলা
যে সময় এক
সে সময় অবাক শান্তি ।
তারপর উন্মাদনা আর লজ্জা
ছুটে এলে
সমাজ বাঁধন আস্টেপৃষ্টে।
ক্ষণিকের মেয়েবেলা ছেলেবেলা
এক হয়ে আবার এলে
মেঘে ভাসতাম
সত্যি সত্যি মেঘে ভাসতাম ।
ভালো লাগলো
উত্তরমুছুন