আনন্দ
( কবি সৌমিত্র রায় কে)
নীলাঞ্জন কুমার
সৌমিত্র বেশ বলে,
আনন্দ।
সেলফোন থেকে
শরীরে জড়িয়ে তখন
অবাক আনন্দ!
যাবতীয় বাস্তবের
হিসেব নিকেশ উড়িয়ে
তখন প্রিয় লক্ষ্যবিন্দুর
সামনে দাঁড়িয়ে
তুলকালাম করতে ইচ্ছে হয় ।
সৌমিত্রের শান্তি শান্তি লেখায়
অন্য আমেজ,
একটি কবিতায় তার কবিতা সমগ্র
ছুটে আসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন