শব্দব্রাউজ ৭২৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-728, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭২৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০। ১। ২০২৩। সময় সকাল সাতটা ত্রিশ মিনিট ।
শব্দসূত্র: তা তা থৈ আনন্দ কোথায়?
তা তা থৈ নাচের মতো
আনন্দ
আজন্ম এ বাস্তবে
অজ্ঞাত ।
বাস্তব আমায় ভয় দেখায়
বাস্তব শুধু চায় চায়
বাউল নাচেও এখন বাস্তব
আর বাস্তব ।
অসহায় আমি
শুধু আত্মসমর্পণ করি
তখন মনে শুধু
লড়াই আর বাঁচা ।
দুর্দান্ত
উত্তরমুছুন