শব্দব্রাউজ ৭২২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-722, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭২২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । সময় সকাল দশটা ।
শব্দসূত্র: এই তো আমার সারাদিন
অঙ্গীকারে অঙ্গীকারে
সারা দিনের অনুভূতি
গভীর হলে
বাঁচার মতো বেঁচে থাকি ।
এখন আমার সারাদিনই
যায় যে বয়ে
শব্দ নিয়ে ।
গভীর খেলা খেলতে থাকি ।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
উত্তরমুছুনভালো লাগলো ধন্যবাদ আপনাকে। সত্য সাধন দাস
উত্তরমুছুন