শব্দব্রাউজ ৭১৮ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-718, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭১৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৯। ১। ২৩। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: থই থই সৃজনের সঙ্গে
থই থই সৃজনের মধ্যে
সাজাই আমাকে,
মহাসমুদ্রের সামনে
হাওয়ার মধ্যে
বৃত্ত ভাঙি ।
সৃজন স্বপ্ন বাড়ে আর বাড়ে
আমায় ডোবায় ভাসায়
শব্দ ঢেউ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন