শব্দব্রাউজ ৭১৭ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-717, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭১৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৭। ১। ২২। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: কাটে বাস্তবে । দুঃখে।
১
দিন কেটে যাচ্ছে
বাস্তবের ছায়ায়,
মুহূর্ত ভুলে যাওয়া
এখন অভ্যাসে ।
এসময় কবিতার শব্দ
কি করে যে আসে!
কেউ জানে?
২
দুঃখ আমার গলার মালা
দুঃখ আমার সুহৃদ
দুঃখ ছুঁয়ে দুঃখ সয়ে
সুখের কথা ভুলি ।
দুঃখ যে দেয় শব্দাস্ত্র
বুকের গোপন কোণে,
তাকেই আমি চিনি .....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন