শব্দব্রাউজ ৭১২ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-712, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭১২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৩। ১০। ২২। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: উন্মাদনা আমার গভীরে
উন্মাদনা আজীবন
আমার সঙ্গে বন্ধুত্ব করে
বাঁচে;
গভীরে তখন অন্তঃসলিলা ।
উন্মাদনাকে রাখি
সহ্যসীমার মধ্যে
যাতে সম্পৃক্ত থাকে শব্দ,
যা করুণাধারায় আসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন