শব্দব্রাউজ ৭১১ ।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-711, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭১১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা। ১২। ১০। ২২। সময় সকাল আটটা ।
শব্দসূত্র: হাসি খুশির দিন
যে দিন শুধু হাসার
সে দিন
হঠাৎ হঠাৎ অবদমন থেকে
বেরিয়ে এসে
অট্টহাসি হাসিয়ে ছাড়ে
মনে মনে ।
যে দিন শুধু খুশির
সে দিন
স্মৃতির ভেতরে রাখতে
মজা ।
আহা! এমন দিন
যদি প্রতিদিন হোত!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন