শব্দব্রাউজ ৭০৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-707, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭০৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১০। ১। ২০২৩। সময় সকাল দশটা ।
শব্দসূত্র: প্রতিদিন জন্মদিন
প্রতিদিন শব্দ আমায়
জন্মদিন জানায়।
প্রতিদিন নতুন কবিতা
আমার সাফল্য কামনা করে ।
প্রতিদিন নিজেকে সাজাই
নির্ভূল লক্ষ্যে ।
জন্মদিন আসবে যাবে
রয়ে যাবে মুহূর্ত ।
'জন্মদিন আসবে যাবে
উত্তরমুছুনরয়ে যাবে মুহূর্ত'- দারুণ। অবশ্যই শুভ জন্মদিনের শুভেচ্ছা। - নৃপেন