শব্দব্রাউজ ৭০৫।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-705, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭০৫ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৬। ১। ২৩। সময় সকাল সাতটা পন্ঞ্চাশ মিনিট ।
শব্দসূত্র: হক্ নাও ষোল আনা
হক্ নাও জীবন জুড়ে
প্রত্যয়ের সঙ্গে,
নিখুঁত শব্দের জন্যে।
হক্ নাও ষোল আনা
এ তোমার অধিকার
এক ব্রহ্মাণ্ড শব্দ ।
হাসো অট্টহাসি
নিখুঁত শব্দ জড়ো হলে,
নিজেকে সূর্যের সঙ্গে তুলনা করি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন