শব্দব্রাউজ ৭০২।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-702, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৭০২ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩। ১। ২৩। সকাল সাড়ে সাতটায় ।
শব্দসূত্র: থাক এলোমেলো আনন্দ
থাক আনন্দ
আমার মতো
এলোমেলো ।
তার সঙ্গে থেকে
নিজেকে ছুঁই ।
যত ছুঁই ততই সোহাগ
করি নিজে নিজেকে
তবু আমি নার্সিসাস নই ।
আনন্দ আমার কাছ থেকে
যেতে চায় না
আমি তাকে ছাড়তে রাজি নই ।
দারুণ-নৃপেন
উত্তরমুছুন