শব্দব্রাউজ ৬৯৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-699, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৯৯ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩১। ১২। ২২। সকাল আটটা কুড়ি মিনিট ।
শব্দসূত্র: উদাসী জীবনের সঙ্গে
১। আজীবন উদাসী থেকে
নিজেকে সাজিয়েছি
শব্দে শব্দে ।
২। শব্দের জীবন
শিখিয়েছে আত্মহত্যাহীন
সুখ ।
৩। আমি শব্দের সঙ্গে
থেকে
গড়ি মনে মনে
সুন্দর পৃথিবী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন