শব্দব্রাউজ ৬৯৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-698, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৯৮ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ৩০।
১২। ২০২২। সকাল নয়টা ।
শব্দসূত্র: জলে গিয়েছিলাম সই
১।
জলের মধ্যে যার ছায়া
তার সঙ্গে গোপন প্রণয়
ছুটে আসে,
আমি কি করে বাঁচি?
২।
জলে গিয়েছিলাম বলে
সব সর্বনাশ গ্রাস করলো।
৩।
সই বল্ কিভাবে
মন দেহের জ্বালা মেটাই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন