রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

কিছু বই কিছু কথা -৩০৬। নীলাঞ্জন কুমার বৃক্ষের গান । সুনীল মাজি । Sunil Maji

 কিছু বই কিছু কথা -৩০৬। নীলাঞ্জন কুমার




বৃক্ষের গান । সুনীল মাজি । লিপি,  কোলাঘাট,  পূর্ব মেদিনীপুর । একশো কুড়ি টাকা ।

' যাদের নিজস্ব মানচিত্র নেই,  তারাই পতিত পতিতা । / নক্ষত্রপ্রেম চিরভাস্কর,  ভাস্বর- তাদের হয় না কোন চিতা  ( ' নক্ষত্রপ্রেম' ) এর মতো পংক্তি পড়ে কবি সুনীল মাজিকে নতুনভাবে আবিষ্কার করি । কবির ' বৃক্ষের গান ' কাব্যগ্রন্থে সব কবিতা যে পছন্দসই তা আমি মনে না করলেও কিছু কবিতায় অবশ্যই ফুলমার্কস দিতে বাধ্য ।
     একথা সত্য যে এই কবির অতীতের কবিতা আমায় খুব একটা আকর্ষণ করেনি । অনেক সময় তাঁর যোগ্যতা নিয়ে আমার কাছে ভেতর প্রশ্ন উঠেছিল কিন্তু
যখন পাই এই গ্রন্থে ' এখন শপিং রোপিং ফাগমেলা খোলানাচ মিথ্যাবাদ- এখন সাহিত্য সংগীত বড়ো একা ।' ( যাও ') এর মতো সমসাময়িক বিষয় নিয়ে এত সুন্দর মোচড় নতুন করে তাঁর জাতকে চেনালো ।
          সুনীল এক লহমায় মানুষের মন জয়ের পথ বাছেননি । তিনি আস্তে আস্তে নিজেকে সাজাচ্ছেন অনেক আয়োজন করে ।তা এই কাব্যগ্রন্থ জানান দেয় ।
              কবির ত্রুটি তাঁর দীর্ঘ কবিতাগুলি ।যা বিরক্তি আনে । তবে নাতিদীর্ঘ কবিতাগুলি আবেশ ও মগ্নতা নিয়ে আসে । কবি লিখুন । ভালো লিখুন । নিজেকে সাজান । অনিমেষ সাউ এর প্রচ্ছদ দাগ কাটার মতো নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...