শব্দব্রাউজ ৬৯৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-697, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৯৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৯। ১২। ২২।সকাল ৭টা ৫০ ।
শব্দসূত্র: এই তো জীবন
এই তো আমার
শব্দ জীবন ,
তাকে নিয়ে হাজার বছর
কাটিয়ে দেব
নির্বিবাদে ।
জীবন যদি হাজার বছর
নিঃস্ব হবো নিঃস্ব হবো
এক বিশ্ব শব্দ নিয়ে ।
শব্দ আমার সই
মনেতে হই চই ।
শব্দ আমার সই/ মানতে হইচই- দারুণ---নৃপেন
উত্তরমুছুন