শব্দব্রাউজ ৬৯৬।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-696, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৯৬ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৮। ১২। ২২। সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র: তীর্যক মন নিয়ে
তীর্যকতা
আমায় ভাবায় ।
নতুন শব্দ ছেনে
তোলে ।
আমি এমনই ।
মন নিয়ে
মনই ভাবে
সেও আমি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন