শব্দব্রাউজ ৬৯১।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-691, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৯১ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৪। ১২। ২২। সময় সকাল সাতটা কুড়ি মিনিট ।
শব্দসূত্র: একবার বদলে দেখি
একবার অন্যভাবে সুখ খুঁজে
একবার অন্যভাবে জীবন দেখি ।
বদলে যাই যে আমি
তা ধীরে ধীরে অভ্যাসে
সুখ সেখান থেকে ছুটে আসে ।
দেখি বিশ্ব, দেখি ব্রম্ভ্রান্ড বিমূর্তভাবে -
দেখি আকাশ, ছুঁই উনপনঞ্চাশ বায়ু,
যা বদলে দিতে উৎসাহ দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন