শব্দব্রাউজ ৬৭৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-678, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৭৮ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১২। ১২। ২২। সকাল ৮ টা ৫০ মিনিট ।
শব্দসূত্র: রাস্তাই রাস্তা
১।
রাস্তাই জেনো লক্ষ্য
নিপুণ হয়ে তাকে
চিনি আর
পথিক হয়ে শব্দের
পথ পার হতে চাই ।
২।
রাস্তা একটাই -
তাকে ধরে
এগোনো,
লক্ষ্যবিন্দু আসে আস্তে
উজ্জ্বল হয়ে ওঠে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন