কিছু বই কিছু কথা- ৩০৫। নীলাঞ্জন কুমার
তানপুরা ও পিলসুজ রমণী । নীলিমা সাহা । কবিতা ক্যাম্পাস , সালকিয়া, হাওড়া । মূল্য ১২০ টাকা ।
নীলিমা সাহাকে চিনতাম প্রধানত পোস্টমডার্ন অনুসারী কবি হিসেবে । বর্তমানে তাঁকে আমরা দেখি তার থেকে কিছুটা বেরিয়ে এসে কিছুটা অন্য ডাইমেনশনে। তিনি এখন যে সব অনুষঙ্গ ব্যবহার করছেন তার সঙ্গে পোস্টমডার্ন চিহ্নগুলোর তফাৎ চোখে পড়ে , যখন পড়ি: ' চাই ' শব্দটি যখন ভীষণ চায়, ঠিক তখনই/ অদৃশ্য সিঁড়ি বেয়ে উঠে যাই/ নিজস্ব সিঁড়ি বেয়ে উঠে যাই/ নিজস্ব ছাদের বাগানে দেখি, সেখানেও/ গরম ভাতের গন্ধ ... আগুনমুখের আনচান 'কিংবা ' ভাঙা আয়নায় এভাবেই চিরদিনের/ কাটাকুটি খেলা/ ইচ্ছেরা সাজাতে থাকে নিজস্ব আকাশ ' র মতো জবরদস্ত কবজির মোচড় জাত চেনায় ।
কবি এ কাব্যগ্রন্থ ৬ ভাগে ভাগ করেছেন। তাইতো ' ব্রেকিং নিউজ' পর্বে ৩ নম্বর কবিতায় যে দৃশ্য খুঁজে পাই: ' ভেজা শরীর না শুকোতেই সামনে এসে দাঁড়ায় নতুন এক ক্ষুদতৃষ্ণা .../ পাপোশে ধুলো উড়তে থাকে শূন্যে নাকি ভরাটে! '
নীলিমার কবিতায় ওপর ওপর জেল্লা কিংবা জাগলারির জমকালো দিক নেই । অথচ কবিতা সাদামাঠা নয় । কবি লিখুন । নিত্য নতুন । একদম নিজের মতো । কবি দেবযানী বসুর প্রচ্ছদ যেন প্রচ্ছদে
কবিতা লিখেছেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন