শব্দব্রাউজ ৬৭০।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-670, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৭০। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৮। ১১ । ২২। সকাল সাতটা পঁয়ত্রিশ ।
শব্দসূত্র: গা গুলোনো বাস্তব
১।
গা গুলিয়ে যাওয়া
বাস্তবে
স্বপ্নের দাম নেই ।
ছুট্ ছুট্ ছুট্ দিনে
রুটি রুজির জীবন
জ্বালায় ।
এভাবে হত্যা হয় মুহূর্ত ....
২।
বাস্তব মনোমত হলে
কল্পনা জড়ায় ।
হাত ভরতি সুখ তখন স্পষ্ট ।
অসাধারণ
উত্তরমুছুন