শব্দব্রাউজ ৬৬৯।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-669, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৬৯। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭। ১১।২২। সকাল সাড়ে দশটা ।
শব্দসূত্র: ইঙ্গিতে বুঝে নাও
বিক্রেতার বউনি
ইঙ্গিতে বোঝায়
শুভলাভ ,
ধৈর্য নামের বিষয়
সে শেখায়
নিভৃতে ।
স্বপ্ন বড় হলে
আসে জটিলতা,
আসে সমাধান
নিপুণ চিন্তায় ।
নাও ইঙ্গিত
নাও স্বপ্ন
নাও জটাজাল
নাও সমাধান
নিজের করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন