শব্দব্রাউজ ৬৬৮।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-668, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৬৮। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৬। ১১। ২২। সময় সকাল আটটা দশ মিনিট ।
শব্দসূত্র: খেলছি তুরুপের তাস
খেলছি নির্জিব বোড়ে
বুদ্ধির মারপ্যাঁচে হচ্ছে
সচল ,
খেলছি জেতার জন্য
সারাক্ষণ তাকে পুষি
স্বপ্নে ....
খেলছি তুরুপের তাস
নিঃস্ব জীবন থেকে
বৈভবে চলে যেতে ....
কি সাধারণ আমাদের খেলা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন