শব্দব্রাউজ ৬৬৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-667, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৬৭। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৫। ১১। ২২। সকাল সাতটা চল্লিশ মিনিট ।
শব্দসূত্র: স্বস্তি যখন মনে
দুর্ভোগের পরে স্বস্তি
নিঃশ্বাসে বোঝা যায়,
এই স্বতঃসিদ্ধ প্রবাহ
জাগায় .....
যখন এভাবেই জীবন
তখন হিসেব সাধারণ ।
মনে শব্দের খেলা
তবু স্তব্ধ হয় না ।
সুন্দর।খুবই ভালো লাগলো।- নৃপেন
উত্তরমুছুন