শব্দব্রাউজ ৬৫৭।। নীলাঞ্জন কুমার || Shabdo browse-657, Nilanjan Kumar
শব্দব্রাউজ- ৬৫৭ ।। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা । ১৫। ১১। ২২। সকাল ৭টা ৪০মিনিট ।
শব্দসূত্র: ভাগ বিষাদ সময়
ভাগ অসময় ভাগ
জাগ সুসময় জাগ
সবার জন্যে
মনে মনে
সুখের পাখি জাগ ।
বিষাদ বিষাদ বিষাদ
চাইনেরে তোর স্বাদ
একটা জীবন
হোক মধুবন
আর সবটাই বাদ।
সময় আমার সময়
আনবে দেখো জয়
খুশখোয়াবে
মজা দেবে
করবি নারে ভয়।
অপূর্ব।
উত্তরমুছুন